header banner

হারিয়ে শীতের সকাল , বন্ধ মনের দুয়ার

article banner

কলকাতার আবহাওয়ায় শুধু নির্বাচনের পারদ বাড়ছে তা নয় তাঁর সঙ্গে ক্রমশ বেড়েই চলেছে দৈনিক তাপমাত্রা ।আকাশ মেঘমুক্ত থেকেও বাড়ছে না শীত , তাই চিন্তায় শীত প্রেমিকরা ।গতকাল ১৫.৯ ডিগ্রী ছিল সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬.৫  ডিগ্রী। যদিও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
কলকাতায় আগামী কয়েক দিনের তাপমাত্রা সেভাবে নামার সম্ভাবনা নেই। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ কমবে।বিকেলের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে উঠেছে ২৮.৮ ডিগ্রী।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ বেড়ে হয়েছে ৯৯%। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম সংলগ্ন এলাকাতেও।
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত। আজ তামিলনাড়ু উপকূলে প্রবেশ করার কথা এই গভীর নিম্নচাপের। ঘণ্টায় ৬0 থেকে ৭0 কিলোমিটার বেগে এই গভীর নিম্নচাপ কবে প্রবেশ করবে। পন্ডিচেরি ও অন্ধ্র প্রদেশ উপকূলের অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে । {ads}
 

Winter West Bengal Kolkata Temperature Howrah Increasing Weather Temperature Hot

Last Updated :