header banner

Weather Report : বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস শনিতে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সকালে হাল্কা মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসাথে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, পূর্ব বিহারের উপর থাকা ঘূর্ণাবর্তটি স্থান পরিবর্তন করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। যার প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। রেহাই পাবে না দক্ষিণবঙ্গও। আজ শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা থাকবে।

{link}

জারি থাকছে সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিতে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় হলুদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি থাকছে। বৃষ্টি হবে বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরও চার দিন। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

{link}

কলকাতাতে (Kolkata) ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা। অন্যদিকে শনিবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ন আবহাওয়া থাকবে। আলিপুরদুয়ার জেলায় কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এক বা দুটি অংশে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

{ads}

 

News Breaking News West Bengal Weather News Weather Report Weather Update Kolkata সংবাদ

Last Updated :