শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরে বাংলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম বেড়ে চলেছে। আজ, মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে,মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিগত দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ বেড়েছে।
{linj}
স্বস্তিকর গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। সেই গরম থেকে আজ সাময়িক স্বস্তি মিলতে পারে। আজ বাংলা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, কেরল সহ দেশের একাধিক রাজ্যে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, মঙ্গলে দক্ষিণবঙ্গের (South Bengal) ৮ ও উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
{link}
আজ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরের (North Bengal Weather) একাধিক জেলাতেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে।
{ads}