শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরেই দুই বঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বাতাসে প্রচুর জলিত বাষ্প থাকায় অস্বস্তি বজায় আছে। বৃহস্পতিবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। আগামী ২০ এপ্রিল অবধি আবহাওয়া এই রকমই থাকবে বলে পূর্বাভাস।
{link}
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। আজ থেকে আগামী রবিবার তথা ২০ এপ্রিল অবধি দক্ষিণের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে এমনটাই জানা গিয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও সেই দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও আবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে বলে খবর।
{link}
একটানা বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। তাতে কোনও পরিবর্তন আসবে না। উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। আগামী ২২ এপ্রিল অবধি উত্তরের নানান জেলায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই দোসর হতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে সেই হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
{ads}