header banner

Weather Update: ভোরে ঠান্ডা, বেলা বাড়লে আবার গরম অনুভূতি! কবে কাটবে এই অস্বস্তিকর আবহাওয়া?

article banner

শেফিল্ড টাইমস: নভেম্বর প্রায় শেষ। হাল্কা উত্তুরে হাওয়া শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে পারদের পতন অব্যাহত আছে। দক্ষিণবঙ্গে সকালের দিকে বেশ ঠান্ডা হাওয়া। বেলা বাড়লে আবার গরম অনুভূতি। তার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ দক্ষিণবঙ্গের আবহাওয়াকে আরও বদলে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

{link}

সমুদ্রের ওপর তৈরি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার এখন আন্দামান ও নিকোবরের দিকে প্রভাব ফেলছে। আগামী দু’দিন সেখানে ঝোড়ো হাওয়া, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র দেখা যেতে পারে।অন্যদিকে, আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলঙ্কা উপকূলে। দুই মিলে রাজ্যে আবহাওয়ার অস্থিরতা বাড়ছে।


ঘূর্ণিঝড় সেনিয়ারের কারণে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় হালকা বদল আসতে পারে। সকালে একটু ঠান্ডা থাকবে তবে দিন বাড়ার সাথে আর্দ্রতা বাড়তে পারে। বৃহস্পতিবারের পর উপকূলের কাছে মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে জলীয় বাষ্প বাড়তে পারে, ফলে হালকা গরম ভাব ফের ফিরে আসতে পারে। ঘূর্ণিঝড় সেনিয়ারের কারণে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় হালকা বদল আসতে পারে। সকালে একটু ঠান্ডা থাকবে তবে দিন বাড়ার সাথে আর্দ্রতা বাড়তে পারে। বৃহস্পতিবারের পর উপকূলের কাছে মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে জলীয় বাষ্প বাড়তে পারে, ফলে হালকা গরম ভাব ফের ফিরে আসতে পারে।

{link} 

উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্থির। কোথাও বৃষ্টি নেই। সব জেলাই শুষ্ক থাকবে। আগামী দু’দিন তাপমাত্রা একটু বাড়তে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভোরে হালকা ঠান্ডা থাকলেও ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে আবহাওয়া আবার বদলাতে পারে। উপকূলে মেঘলা আকাশ ও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গ শুষ্কই থাকবে। মোটের ওপর শীতকাল পড়লেও রাজ্যের আবহাওয়া এখনও অস্থির।

{ads}

Weather News West Bengal Kolkata Weather Weather Details Winter News Kolkata আবহাওয়া খবর শীতকাল কলকাতা আবহাওয়া

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article