header banner

Weather News : চলতি সপ্তাহে বজায় থাকবে ভ্যাপসা গরম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অস্বস্তিকর ভ্যাপসা গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। সকাল থেকেই গরম দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে।

{link}

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেও চলে। জুনের মাঝামাঝি অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হবে না কোথাও। ফলত ভোগান্তি বাড়বে। দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময় কলকাতা সহ আশপাশের জেলাগুলোতে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হবে না কোথাও। পাশাপাশি সেই সামান্য বৃষ্টিতে গরম বা অস্বস্তি কোনোটাই কমবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১০ দিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণাংশ একই জায়গায় স্থির। দক্ষিণবঙ্গে কবে বর্ষা এসে পৌঁছবে তার কোনও নিশ্চয়তা নেই।

{link}

তবে আবহাওয়া দপ্তরের অনুমান, নির্ধারিত সময় ১০ জুনের পরেই বর্ষা ঢোকার সম্ভাবনা। ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত এসে মৌসুমী অক্ষরেখা থমকে রয়েছে। চলতি সপ্তাহে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) যেহেতু বর্ষা ঢুকে গিয়েছে তাই ঝড়-বৃষ্টির সিলসিলা জারি থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই সব জেলায়।

{ads}

News Breaking News West Bengal Weather News Weather Report Weather Update Kolkata সংবাদ

Last Updated :