header banner

Weather Update: তাপমাত্রায় ওঠানামা অব্যাহত! আদৌ কি ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে শহরে?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই ক্যালেন্ডার ডিসেম্বরের ২ তারিখে পৌঁছে গিয়েছে। কিন্তু, এখনও শহরে শীতের দেখা নেই। সকালের দিকে কুয়াশা আর সামান্য ঠান্ডা রয়েছে বটে। কিন্তু, বেলা বাড়লেই তাপ বাড়ছে। ফলে আবহাওয়ার কারণে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে আর কতদিন চলবে এই অবস্থা?

{link}

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। তারপর ফের বাড়বে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে কিছুটা পারদ চড়তে পারে। অর্থাৎ তাপমাত্রার ওঠা-পড়া লেগেই থাকবে চলতি সপ্তাহে। এদিকে ভোগাচ্ছে কুয়াশা। কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। মূলত খুব সকালে ও রাতের দিকে দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে অধিক কুয়াশার সম্ভাবনা। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হরিয়ানার উপর। এর কারণেই তাপমাত্রা বাড়ছে। তবে বেশিদিন আর এই চিত্র থাকবে না। ডিসেম্বরে যে জাঁকিয়ে শীত পড়বে তেমনটাই অনুমান। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীতের দাপট আরও বাড়বে। আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও। 

{link}

অন্যদিকে আপাতত বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে উত্তরে। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। পাহাড়ি দার্জিলিং, কালিম্পং এ তাপমাত্রা ৫-৬ ডিগ্রির কাছাকাছি নেমেছে। আগামী ৪৮ ঘণ্টায় অবশ্য তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না। তারপর থেকে তাপমাত্রা আরও নামতে পারে।

{ads}

Kolkata Kolkata Weather Weather News West Bengal Winter Winter Mornings Bengali News Weather সংবাদ আবহাওয়া শীত

Last Updated :

Related Article

Latest Article