header banner

উত্তপ্ত নির্বাচনের আগে শীতল প্রকৃতি

article banner

রাজ্যের রাজনৈতিক লড়াই যত উত্তপ্ত হচ্ছে , প্রকৃতি তাঁর ভুমিকা পালনে আরও বেশী মধুর হচ্ছে । 
জাঁকিয়ে শীতের পর্ব শুরু হবে রাজ্যে। আজ রাত থেকেই পারদ নামা শুরু করবে। রবি ও সোমবার এ কলকাতার পারদ  ১২ ডিগ্রি ছুঁতে পারে। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত পারদ নামলেও মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে কলকাতার পারদ।


নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে রবিবার জম্মু-কাশ্মীরে। তার আগে শৈত্যপ্রবাহের পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে।এই শীতল হাওয়ায় মধ্যভারত পার হয়ে পূর্ব ভারতে জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি তৈরি করবে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রী। আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশী । {ads}
 

WINTER KOLKATA WEST BENGAL TEMPERATURE CHRISTMAS

Last Updated :