header banner

তিলোত্তমার শৈতপ্রেম

নভেম্বর মাসের অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও রাজ্যে এখনও সেভাবে দেখা মেলেনি  শীতের। ভোরবেলা ও রাতের দিকে সামান্য গা শিরশিরানি  অনুভব হলেও এখনও মাথার উপর ঘুর্নায়মান ফ্যানের ব্লেড। নলেন গুড়ের রসগোল্লা বাদ দিয়ে শীতের অন্য খাদ্যের স্বাদ অনুভব করলেও কার্যত এখোনও শীতের হালকা পরশ পায়নি রাজ্যের মানুষ। 
তবে এহেন সময়েই রাজ্যের শীতপ্রেমী মানুষেদের জন্য আনন্দসংবাদ নিয়ে এল  আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৩ তারিখ থেকে কলকাতা সহ জেলাগুলিতে কুড়ি ডিগ্রির নীচে তাপমাত্রা নামবে বলে জানাল আবহাওয়া দপ্তর। এই পাশাপাশি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ এবং আগামীকাল আংশিক মেঘলা থাকবে আকাশ। ২৩ ২৪ ও ২৫ তারিখে বেশ খানিকটা নামবে শহরের তাপমাত্রা। উত্তরবঙ্গেও একইরকম ভাবে অনুভূত হবে শীত। তিলোত্তমা শহরের বাসিন্দারা কুয়াশার দর্শনলাভ  করবে ২৩শে নভেম্বর। তাই আগাম সতর্কবার্তা দিয়ে রাখা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ২৩ তারিখ থেকেই কেটে যাবে মেঘলা আকাশ ও সাথে সাথেই নামতে শুরু করবে তাপমাত্রা। সূত্রের খবর অনুযাই নভেম্বর মাসের শেষ দিক থেকেই শীতের হিমেল পরশ অনুভব করতে চলেছে শহরবাসি।
{ads}

Weather Change Winter Fogg Kolkata West Bengal

Last Updated :