“সমারহে এসো হে পরম তব…” অবশেষে রাজ্যজুড়ে শীতপ্রেমী মানুষদের প্রতিক্ষার অবসান ঘটিয়ে তিলোত্তমার সমারহে আগমন শীতের। দিন ও রাতের তাপমাত্রা নেমে গিয়ে রাজ্য জুড়ে শীতের মরশুমের প্রারম্ভ। রাজ্যজুড়ে আরো তিন চারদিন বজায় থাকে এই শীতের আমেজ। সোমবার থেকেই আরো নামবে শীতের পারদ, কলকাতায় রাতে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রীর আশেপাশে আর জেলায় রাতে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী কিংবা তারও নীচে। তবে সপ্তাহের শেষে আবার বাড়বে তাপমাত্রা। আজও কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আগামীকাল থেকে মেঘমুক্ত আকাশে পারদ নামবে হুহু করে। রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী নিচে নেমে ২৫.৫ ডিগ্রী হয়ে যায়। জলীয়বাস্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ।।
জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ সহ উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় পশ্চিমী ঝঞ্জার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাবে তাপমাত্রা কমবে মধ্য ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে ৪ ডিগ্রী পর্যন্ত। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামবে ৩ থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস।
আরব ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। বুধবার নাগাদ তামিলনাড়ু উপকূলে পৌছবে। সেইসময় ঝড়ের গতিবেগ হতে পারে ৬০ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। ওই এলাকার মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার আন্দামান ও নিকোবরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি শুরু তামিলনাড়ু ও পন্ডিচেরিতে। ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হবে অন্ধপ্রদেশে।
{ads}