header banner

সর্বনম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রী, জামাটি শীত রাজ্যে

article banner

বাংলায় শীতের দাপট শুরু, এককথায় যাকে বলে একেবারে হাড় কাঁপানো শীত। গতকাল পানাগড়ে তাপমাত্রা নেমে  গিয়েছিল ৫ ডিগ্রী সেলেসিয়াসে। দক্ষিনবঙ্গের ৬ জেলার শৈতপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী নিচে ছিল। মেঘমুক্ত পরিস্কার আকাশে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী নিচে। বাতাসে জলীয় বাস্পের সর্বোচ্চ পরিমান ৯৫ শতাংশ। 

পূর্বে জানানো তথ্য অনুযাই বাংলায় জাঁকিয়ে শীতের পর্ব চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও তা ১৩ থেকে ১৪ ডিগ্রীর আশেপাশেই থাকবে চলতি সপ্তাহে। বাংলায় এখন জাঁকিয়ে শীতের পরিস্থিতি বজায় থাকবে বলেই মতামত আবহাওয়াবিদদের। রাজ্যের বহু জেলাতেই তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রীর নীচে। উত্তর পশ্চিম ভারতে শৈতপ্রবাহের পর বিহার ও উত্তরপ্রদেশেও শৈতপ্রবাহের সতর্কতা। এবং বিহারের কিছু কিছু যায়গায় তীব্র শৈতপ্রবাহের সতর্কতা রয়েছে। যার ফলে কার্যত রাজ্য সহ গোটা দেশের মানুষের কাছেই একেবারে ডিসেম্বর মাসের জমাটি শীত এসে উপস্থিত হয়েছে। 
{ads}

Weather Kolkata Winter Cold December West Bengal India

Last Updated :