header banner

বাড়তে থাকা উত্তাপের পারদের মাঝেই স্বস্তির খবর আবহাওয়া দপ্তরের

article banner

এপ্রিলের শুরুতেই বাড়তে থাকা উত্তাপ দাপুটে গরমের আবহাওয়া গড়ে তুলেছে শহরে। যা স্বাভাবিক ভাবেই প্রবল অস্বস্তি ডেকে এনেছে সাধারন মানুষের মনে। একদিকে বাড়তে থাকা ভোটের উত্তাপের সাথেই একইভাবে বেড়ে চলেছে শহরের উত্তাপের পারদও। কার্যত এহেন সময় হাঁসফাস করা গরমের মাঝে মানুষ যা চেয়ে থাকে তা হল সামান্য স্বস্তির ঠান্ডা আবহাওয়া। কলকাতার মানুষের কাছে সেই সুখবরই নিয়ে এলো আবহাওয়া দপ্তর। 

{link}


সপ্তাহান্তে রয়েছে কলকাতা সহ একাধিক জেলায় বজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা রয়েছে শনিবার অর্থাৎ আজ বিকেলে কালবৈশাখী হওয়ারও। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। গরম পড়ে গেলেও ভোরবেলার দিকে ঠান্ডা হাওয়ার আমেজ বজায় আছে শহরে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়লেও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াত সহ পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারারও সম্ভাবনা রয়েছে।  

{ads}
 

Weather News 3rd April Weather Forecast News West Bengal Weather Kolkata Howrah. India

Last Updated :