header banner

হিমেল হাওয়ার আগমনে বিদায় বর্ষার

article banner

দেশ জুড়ে বর্ষা বিদায় নিয়েছে প্রায় ২৪শে অক্টোবরের পর থেকে। করোনা পরিস্থিতির মধ্যে দুর্গা পূজায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়েই প্রায় এবারের মতো দেশ থেকে বিদায় নিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং ফিরে এল হিমেল হাওয়ায় শুষ্ক দিন। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডারে যদিও এই বিদায় পর্ব শুরু হওয়ার কথা ছিল ১৭ই সেপ্টেম্বরের পর থেকে। {ads}
রাজস্থানের জয়সলমীর ও অন্যান্য রাজ্যে নির্দিষ্ট দিনের প্রায় ১১ দিন পর থেকে এই বায়ুর প্রত্যাবর্তন শুরু হলেও ২৪শে অক্টোবরের পর থেকে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, পন্ডিচেরী, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল সহ বেশ কিছু রাজ্যগুলিতে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
বর্ষা বিদায় নিলেও উত্তর পশ্চিম হিমেল বাতাস বয়ে আনতে পারে আবহাওয়ার পরিবর্তন। তবে দক্ষিণবঙ্গের কিছু অংশে জলীয়বাষ্পের কারণে দিনের বেলা নিম্নচাপের সৃষ্টি হলেও রাত ও ভোরের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশা করা যায়। {ads}
 

weather in Kolkata weather in India rain winter late coming

Last Updated :