header banner

জানুয়ারির শুরুতেই শৈতপ্রেমে বিরহের স্বাদ

article banner

স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রি বেশি হয়ে দাঁড়ালো বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা। যার ফলে সব মিলিয়ে গত পাঁচ দিনে প্রায় ছয় ডিগ্রি তাপমাত্রা বাড়ল শহর কলকাতায়। আগামী কয়েক দিন তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পশ্চিমী ঝঞ্ঝায় একদিকে আটকে উত্তরের শীতল হাওয়া অন্যদিকে পূবালী হাওয়ার দাপটে ক্রমশ বাতাসে বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্পের পরিমান। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেক টা ওপরেই থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বজায় থাকবে রাতে ও ভোরের দিকের শীতের আমেজ। দিনের বেলায় বাড়বে তাপমাত্রা, যা দুপুরের দিকে অস্বস্তিকর হয়ে উঠবে, জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ও থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রী, স্বাভাবিকের ৫ ডিগ্রী বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রী, স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রী বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পরিমাণ ৯৮ শতাংশ। রাজ্যে কোথাও বৃষ্টি হয়নি।


অন্যদিকে দেশে আজও  হিমাচল সংলগ্ন এলাকায়  তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে হু হু পারদ করে নামবে। দক্ষিণ ভারতেও বৃষ্টির ধারা অব্যাহত। কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশকিছু রাজ্যে।

{ads}

Weather Update 7th January 2021 Weather Winter Cold Season month of January Kolkata West Bengal India

Last Updated :