শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার চরমভাবাপন্ন প্রকৃতির কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। জাঁকিয়ে শীত পড়তে চলেছে শহর জুড়ে। ইতিমধ্যেই চলতি বছরে গরমে প্রচন্ড গরম, বর্ষায় বিপুল পরিমাণ বৃষ্টির সাক্ষ্মী থেকেছেন শহরবাসী। এবার শীতেও অনুভূত হতে চলেছে চরম শীত। সবে মাত্র অক্টোবর। এর মধ্যেই বরফে ঢাকা পড়েছে দেশের একাধিক পার্বত্য অঞ্চল। এমনকী দিল্লির মতো সমতলেও বৃষ্টিস্নাত সকাল রীতিমতো শীতের আমেজ। শরৎ এবং শীতের মাঝামাঝি সময়েই ভরপুর ঠান্ডা অনুভূত হচ্ছে দেশের একাধিক অংশে। কলকাতা ও এটির নিকটবর্তী এলাকাতেও রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। এটা কি তবে আসন্ন হাড়কাপাঁনো শীতের মরশুমের একটা ট্রেলার? সর্বকালের রেকর্ড ব্রেক করবে এ বছরের শীতকাল? মৌসম ভবন এবং আমেরিকার ক্লাইমেট প্রেডিকশন সেন্টার যৌথ ভাবেই জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর উত্তর ভারত অতিরিক্ত ঠান্ডার সাক্ষী থাকতে চলেছে। যদিও অনেক আবহাওয়াবিদের মতে এখনই সম্পূর্ণ পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
{link}
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর, হিমালচল প্রদেশ, উত্তরাখণ্ডের পার্বত্য এলাকার পাহাড়গুলি চলতি মাসের শুরুতেই বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে। একাধিক পাহাড়ের চূড়া তুষারাবৃত। চামোলি থেকে লাহুল-স্পীতি কিংবা কাশ্মীর, চতুর্দিকে শুধু বরফ আর বরফ। তুষারপাতের অভিজ্ঞতা হচ্ছে পর্যটকদের। বরফ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। বিভিন্ন এলাকায় শূন্যের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। সব মিলিয়ে জাঁকিয়ে শীতের একটা ট্রেলার দেখা যাচ্ছে অক্টোবরের শুরুতেই। মধ্য এবং নিম্ন হিমালয়তেও ভারী বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা নিম্নমুখী। হিমাচল প্রদেশের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত মঙ্গলবার তুষারপাতে নিখোঁজ হয়েছেন দুই সেনা জওয়ান। কলকাতা শহরে শীত সেভাবে না পড়ায় সাধারণত আক্ষেপ করেন বাসিন্দারা। অনেকেই শীত এনজয় করতে চলে যান পাহাড়ে। এবার কি ঝুলিতে অন্য কিছু অপেক্ষা করছে? নেটপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। কলকাতার এক প্রাক্তন সাংবাদিক তথা বেসরকারি সংস্থার কর্মী দেবলীনা গঙ্গোপাধ্যায় বলেন, 'মনে হচ্ছে কলকাতায় এবার আগাম শীত পড়তে চলেছে।'
{ads}