header banner

মাঘের শীত বাঘে খায়!

article banner

জানুয়ারি মাসের শুরুতেই শীতের দাপট ক্রমশ কমতে থাকায় মন খারাপের আবহাওয়া নেমে এসেছিল শহরের শীতপ্রেমী মানুষদের মনে। বেলা বাড়ার সঙ্গে শহরে আবির্ভাব হয়েছিল অস্বস্তিকর আবহাওয়ার। যেন জানুয়ারি মাসের প্রথমের দিকের খানিক বসন্ত এসে ধরা দিয়েছিল শহরে। কিন্তু মকর সংক্রান্তির সাথে মাঘ মাসের আবির্ভাবেই পট পরিবর্তন। ফের জাঁকিয়ে ঠান্ডা পূনরায় তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে শহরে। ক্রমশ কমছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়াবিদদের মতে এই শীত উপভোগ্য হবে সামনের আরো কয়েক সপ্তাহ। কলকাতায় আজ ফের নিম্নগামী হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রী, যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮ শতাংশ। সকালে কুয়াশা থাকলেও বেলায় সম্পূর্ন পরিস্কার হয়ে যায় আকাশ। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কুয়াশা। উত্তরবঙ্গের দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকায় আজও কয়েকটি জেলায় শীতল দিনের সম্ভাবনা। আগামী দুদিন তাপমাত্রা বাড়বে রাজ্যে। শুক্রবার থেকে আবারও নামবে পারদ। ফলে শনি-রবি ফের জমিয়ে শীতের উইকেন্ড।


মঙ্গলবার থেকে উত্তর পশ্চিম ভারতে ফের উত্তুরে হাওয়ার দাপট শুরু। শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আগামী দু-তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ ও বিহারে। বৃহস্পতিবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে। দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে মঙ্গলবার। যার ফলে গোটা দেশ জুড়েই মধ্য জানুয়ারি মাস থেকে ফের শীত তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। 

{ads}
 

Weather Weather Update Regional Meteorological Centre Alipore Weather of Calcutta Winter Cold West Bengal India

Last Updated :