header banner

তাপমাত্রা স্বাভাবিকের নীচে, বুধবার পর্যন্ত মায়াবী শীত শহরে

article banner

রাজ্যজুড়ে শীতের আরও একটা ছোট্ট পর্ব শুরু হয়ে গেছে রবিবার থেকে। স্বাভাবিকের নিচে গমন করেছে কলকাতার তাপমাত্রা। দুদিনে আরো নামার সম্ভাবনা পারদের। রাজ্যজুড়ে বুধবার পর্যন্ত বজায় থাকবে দাপুটে শীত। বৃহস্পতিবার থেকে ফের বাড়ার সম্ভাবনে রয়েছে তাপমাত্রার। কলকাতায় আজ সকালে কুয়াশা ও পরে বেলা বাড়লে পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রী।  বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। আগামী দুদিন সকালে কুয়াশা বজায় থাকলেও পরে আজকের মতোই বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে আকাশ। উত্তরবঙ্গের দু-এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।


উত্তর-পূর্ব ভারতের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে অতি ঘন কুয়াশার সর্তকতা আগামী তিনদিন। নতুন করে জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা।

{ads}

Weather Weather Update Winter Cold Alipore Weather Department Temperature Kolkata West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article