header banner

কলকাতার তাপমাত্রার বৃদ্ধি ১ ডিগ্রী, সপ্তাহে আরো ২/৩ ডিগ্রী বৃদ্ধির সম্ভাবনা

article banner

পূর্বানুমান মতোই বেড়ে চলেছে শহরের তাপমাত্রা। আজ তাপমাত্রা আরো ১ ডিগ্রি বাড়লো কলকাতায়। সপ্তাহের বাকি দিন গুলি তে তা আরো ২/৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলেই কার্যত আসতে দিনের সাথে ক্রমশ কমতে থাকছে জাঁকিয়ে শীত এর সম্ভাবনা। রাতে শীতের আমেজ থাকলেও দিনের তাপমাত্রা বাড়লে সেই আমেজ সরে ক্রমশ আবহাওয়া নিয়ে অস্বস্তি দেখা দেবে শহরবাসীর মনে। আজ সকালের দিকে সামান্য কুয়াশা ও পরে সম্পূর্ন পরিষ্কার আকাশ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৩.১ ডিগ্রী ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রী। এটাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরের শীতল হাওয়া। পূবালী হওয়ার সঙ্গে ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। পাঞ্জাব ও জম্মু-কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এ। আজ ও কাল তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। ঘন কুয়াশার সতর্কবার্তা এখনও বর্তমান উড়িষ্যাতে। 
{ads}

Weather Winter Cold January 4th Jan Kolkata West Bengal India

Last Updated :