header banner

এখনই বিদায় নয়, আরও এক কনকনে ঠান্ডার স্পেল শুরু রাজ্যে

article banner

ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাওয়ার পর এহেন কনকনে শীত বহু বছর পর উপভোগ করছে শহরবাসী। আর এই শীত যে মোলায়েম, তাও ঠিক নয়, এই শীত একেবারে হাড় কাঁপানো শীত। জানুরারির শুরুর দিকে শহরের শীত প্রেমী মানুষদের “আভি না যাও ছোড়কার… কি দিল আভি ভারা নেহি” গানের আবদারকে বোধহয় একটু বেশিই সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে এবারের এই ঠান্ডার মরশুম। আবহাওয়াবিদদের মতে এখনই রাজ্যবাসীর কাছে থেকে বিদায় নিচ্ছে না শীত। আগামী সপ্তাহে শীতের আরো একটা স্পেল আসতে চলেছে। কার্যত শেষবেলায় ক্রিজে একেবারে জমিয়ে ব্যাটিং। আজ  কলকাতায় সম্পূর্ন মেঘমুক্ত ও পরিষ্কার আকাশ । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী। জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯%। রাজ্যের কোথাও শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় জাঁকিয়ে শীত এর পরিস্থিতি রাজ্যে। দু-একটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গে কিছু এলাকায় ঘন কুয়াশা থাকলেও রাজ্যের অন্যত্র হালকা মাঝারি কুয়াশা পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। শীতের দাপট থাকলেও বর্তমানে কুয়াশার দাপট প্রায় নেই বললেই চলে। 


কাল থেকে সামান্য বাড়তে তাপমাত্রা বলে অনুমান। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। তারপরই ফের নিম্নমুখী হবে পারদ। বৃষ্টির সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে তুষারপাত হতে পারে সিকিমে এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায়। রবি-সোমবার নাগাদ আরো একদফা নামবে পারদ। শীতের আরো একটা জবুথবু স্পেল বাংলার আবহাওয়ায় তার ব্যাটিং শুরু করে দিয়েছে।

{ads}

Weather Winter Cold Temperature Weather Update Alipore Weather Department Kolkata West Bengal India

Last Updated :