header banner

ঘন কুয়াশায় আলিঙ্গনে মনোরম শীতের উইকেন্ড শুরু শহরে

article banner

উইকেন্ডে জাঁকিয়ে শীতের আমেজের স্বাদ শনিবার ভালমতোই উপভোগ করল রাজ্যবাসী। রবিবারেও সমান ভাবে বজায় থাকতে চলেছে শীতের আমেজ। আগামীকাল থেকেই ফের ঊর্দ্ধমুখী হবে তাপমাত্রা। সোম-মঙ্গলবার অনেকটাই চড়বে পারদ। সপ্তাহের শুরুর তিন দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭ শতাংশ।


পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ওড়িশাতে হালকা থেকে মাঝারি কুয়াশা বর্তমান থকবে। আগামী ২৪ ঘন্টায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার এর কাছাকাছি । পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। এর প্রভাবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লিতে। ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। 


কুয়াশার দাপট যে ঠিক কতোখানি তার প্রমান পাওয়া গেল আজকে সকালের বীরভূমের ছবিতে। শীতের শুরুতেই কয়েকদিন শীত তিব্র কামড় বসিয়ে ছিল বীরভূমে। কিন্তু গত তিন চারদিন ধরে যে পরিমাণ ঠান্ডা ছিল তাতে সাধারণ মানুষ কোট টুপি রেখে খালি গায়ে বেরিয়ে আসছিল। কার্যত গরম  উপলব্ধি করতে শুরু করে দিয়েছিল সিউড়ি বীরভূম বাসি।  আজ হঠাৎ কুয়াশার দাপটে সকালবেলায় প্রচন্ড শীতের আমেজ আবার ফিরে আসে এলাকায়। শুধু ৬০ নম্বর জাতীয় সড়ক বা ১৪ নম্বর জাতীয় সড়ক নয়,  সমস্ত মাঠে গ্রামে ছোট  রাস্তায় বিভিন্ন যানবাহন যেখানে যাতায়াত করে ধীরগতিতে যাতায়াতের ব্যবস্থা অনেকটাই কমে গিয়েছিল। কুয়াশায় বেষ্টনিতে চারপাশের সবকিছুই হয়ে উঠেছিল অস্পষ্ট আগামী দিনেও এই ধরনের কুয়াশা হবে বলে খবর পাওয়া গিয়েছে আবহাওয়া অফিসের সূত্র থেকে। 

{ads}

Weather Winter Fogg Kolkata West Bengal Temperature Weather Update Alipore Weather Department West Bengal India

Last Updated :