header banner

রবিবার থেকে শহরের তাপমাত্রা বাড়বে বলে পূর্বানুমান আবহাওয়াবিদদের

article banner

আগামী সপ্তাহে  শহর থেকে ধীরে ধীরে কমবে বর্তমানের জাঁকিয়ে শীতের সম্ভাবনা, সাথে সাথেই ক্রমশ বাড়োবে তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহে ১৫ ডিগ্রী ছাড়িয়ে যাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার থেকে তাপমাত্রা বাড়বে বলে অনুমান। গতকাল রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলের রাজ্যে বৃদ্ধি পেয়েছে দিনের তাপমাত্রা। এর সাথেই সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলা ক্রমশ কমছে শীতের আমেজ। আগামী ২৪ ঘন্টায় এমনই থাকবে আবহাওয়া বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সকালে কলকাতায় কুয়াশার উপস্থিতি ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই দিনভর পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রী। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯৮ শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়ে। এছাড়াও দক্ষিণ ভারতের তামিলনাড়ু, করাইকাল, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপেও বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বুধবার এর মধ্যে তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। আগামী দুদিন ঘন কুয়াশার সর্তকবার্তা জারি করা হয়েছে ওড়িশায়।

{ads} 


 

Weather Winter January Kolkata West Bengal Cold Festive Season New Year 2021 India

Last Updated :