header banner

দক্ষিনবঙ্গে কনকনে ঠান্ডার স্পেল

article banner

বেশ কিছুদিন ধরেই কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে বজায় রয়েছে শীতের আমেজ। তাপমাত্রা ঘোরাঘুরি করছে ১০ থেকে ১৫ ডিগ্রীর আশেপাশে। সেই মতোই আজও জাঁকিয়ে শীত কলকাতায়। আবহাওয়া দপ্তরের অনুমান অনুযাই দক্ষিণবঙ্গের বর্তমানে আরো একবার কনকনে ঠান্ডার স্পেল। শৈত্যপ্রবাহের পরিস্থিতি আজ কোথাও না থাকলে ও জাঁকিয়ে শীতের পরিস্থিতি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি নীচে থাকবে তাপমাত্রা। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী নীচে। উল্লেখ্য বিষয় গতকালের থেকে সামান্য বাড়লেও  ১২ ডিগ্রি সেলসিয়াস এর নীচেই সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। আবহাওয়াবিদদের মতে সর্বনিম্ন তাপমাত্রা বারো-র আশে পাশে থাকবে কলকাতায়। আজ কলকাতায় সকালে হালকা কুয়াশা ও পরে সম্পূর্ন পরিষ্কার আকাশ। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমান ৯৯ শতাংশ। 
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর সহ লাদাখ, মুজাফফরপুর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে র কিছু অংশে। কুয়াশার সর্তকতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও তেলেঙ্গানায়।  তামিলনাড়ু, পন্ডিচেড়ি ও করাইকালে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 
{ads}

Weather Winter Kolkata December Heavy Cold West Bengal India

Last Updated :