header banner

আগামী ৪৮ ঘণ্টাতেও দাপট থাকবে কুয়াশার

article banner

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় সকাল থেকেই কুয়াশা। আগামী  ৪৮ ঘণ্টাতেও দাপট থাকবে কুয়াশার। যার ফলে শহরে আরো কয়েকদিন দেখা মিলবে কুয়শার, আগামী বেশ কয়েকদিন শহর ঢাকা থাকবে কুয়াশার চাদরে। শেষরাত থেকে সকালে পর্যন্ত ভালোমতো প্রভাব বজায় থাকবে কুয়াশার। বেলা বাড়ার সাথে সাথেই উধাও হবে শীতের আমেজ। একটু সকাল হলেই দেখা মিলবে কুয়াশা সরে গিয়ে মুক্ত আকাশের। আগামী কয়েকদিনে কোনো লক্ষণ নেই তাপমাত্রা নামার । তবে ভোরবেলা এবং রাতের দিকে শীত ভালোমতোই অনুভূত হবে। কলকাতায় পারদ নামার সম্ভাবনা রয়েছে ১৫ ই ডিসেম্বর এর পর। আজ কলকাতায়  সকালে তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী নিচে ছিল ২৬.১ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬%। পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া। বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং পশ্চিমবাংলায় আগামী দুদিন কুয়াশার দাপট চলবে। আজকের কুয়াশায় দমদম  ও ডায়মন্ডহারবারের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা ১০০/২০০ মিটারে নেমে যায়।

Weather Winter Kolkata Fogg December India

Last Updated :