header banner

শীঘ্রই আসছে শীত

article banner

ধীরে ধীরে পরতে চলেছে শীত । আপাতত রাতের সময়কালে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমতে পারে বলে ধারনা আবহাওয়াবিদদের ।আগামী ৪৮ ঘণ্টায় অনেকটাই তাপমাত্রা কমবে বলে ধারনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আগামীকাল থেকেই অনেকটা কমবে , কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা কমবে বলে ধারণা।নামবে।উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ধীরে ধীরে নামবে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশ। আগামী কাল থেকেই তাপমাত্রা নামবে। সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ আসতে পারে।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ২৪.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রী । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।উত্তর পূর্ব মৌসুমি বায়ু এখনো সক্রিয় দক্ষিণ ভারতে। এর প্রভাবে আগামী কয়েকদিন তামিলনাডু কেরালা কর্ণাটক অন্ধপ্রদেশ পন্ডিচেরি ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।{ads}
 

Weather Winter North Bengal Kolkata decrease weather

Last Updated :