header banner

পুরোনো বন্ধুর হাত ধরে তিলোত্তমায় শীত...

article banner

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী উপরে ২২ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তরে বৃষ্টিপাত হয়েছে ২২.৬ মিলিমিটার। আজ সারদিনই রাজ্যজুড়ে দেখা যাবেনা সূর্যের মুখ, মেঘে ঢাকা থাকবে আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পং এবং  দক্ষিনবঙ্গে জেলাগুলির মধ্যে কলকাতা সহ উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদনীপুর এবং ঝাড়্গ্রামে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। যার ফলে কার্যত আচমকা বৃষ্টির হাত ধরে শহরে একটু হলেও প্রবেশ ঘটেছে শীতল হাওয়ার। {ads}
রবিবার থেকে আকাশ মেঘমুক্ত হওয়ার সাথে সাথে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে বেশ কিছুটা নামতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা। আগামী সপ্তাহে ৫ ডিগ্রী পর্যন্ত  তাপমাত্রা নেমে যেতে পারে শহর কলকাতায়। তাপমাত্রা গিয়ে পৌঁছাতে পারে ১৭ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসে। জেলার ক্ষেত্রে তা নামতে পারে ১৫ ডিগ্রী বা তারও নীচে। যার ফলে কার্যত হঠাৎ পুরোনো বন্ধুর হাত ধরে রাজ্যজুড়ে শীতের আগমন। তবে আবহাওয়াবিদদের অনুমান শুক্রবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। 
আগামী ৪৮ ঘন্টায় দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে  শৈতপ্রবাহের জন্য সতর্কতা  জারি করা হয়েছে। আরব ও বঙ্গোপসাগরে দানা বেঁধেছে দুটি নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে পৌঁছাবে। যার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু কেরালা সহ দক্ষিন ভারতের এলাকাগুলিতে।  {ads}

Weather change Raining Winter coming Kolkata West Bengal

Last Updated :