header banner

Weather News : ফের শুরু হবে আবহাওয়ার পরিবর্তন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রবল তাপে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহ চলেছে। এই অবস্থায় আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে,আবারও একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৈশাখী দহনে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের এই জেলার তাপমাত্রাও ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল।

{link}

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি ছিল বলে খবর। আরও দু’দিন তাপমাত্রা মোটামুটি এইরকমই থাকবে বলে পূর্বাভাস। তবে শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। ভ্যাপসা, অস্বস্তিকর গরম কাটিয়ে ফের ঝমঝমিয়ে শুরু হবে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই বলছে। জানা যাচ্ছে, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সপ্তাহান্ত থেকেই বদলে যাবে আবহাওয়া। শনিবার থেকে দক্ষিণের প্রত্যেকটি জেলায় হাঁসফাঁস গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অল্পবিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

{link}

এরপর থেকে একটানা পাঁচ দিন ঝড়বৃষ্টি চলতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার কয়েকটি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) কথা বলা হলে, মালদায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ার বদল হতে শুরু করবে। আজ উত্তরের তিন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। আগামী তিন থেকে চারদিন আবহাওয়া মোটামুটি একই থাকবে বলে জানানো হয়েছে।

{ads}

News Breaking News Rain West Bengal Weather News Weather Report Weather Update Kolkata সংবাদ

Last Updated :