header banner

আজ থেকে ফের শুরু এক কনকনে ঠান্ডার স্পেল

article banner

আজ থেকে শুরু আবার জমিয়ে শীতের আরো একটা স্পেল। তিন ডিগ্রি কমে স্বাভাবিক এর নীচে নেমে এলো কলকাতার তাপমাত্রা। বুধবারের মধ্যে আরো পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে মেঘমুক্ত আকাশ, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী নিচে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের চার ডিগ্রী নিচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। উত্তরবঙ্গে আজ ও ঘন কুয়াশায় সতর্কতা। বিহার সংলগ্ন মালদা, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা । ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি ও কোচবিহারেও। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারেও দাপট কুয়াশা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা সকালে। সকালে কুয়াশা হলেও পরে কলকাতা সহ অনেক জেলাতেই মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা।
আজ ও মঙ্গলবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে।

{ads}
 

West Bengal Weather Temperature Cold Winter Weather Update West Bengal India

Last Updated :