header banner

Weather Update : হঠাৎ এত গরমের কারণ কি ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গরমে কাহিল পরিস্থিতি, বিভিন্ন জায়গায় মাত্রা অতিরিক্ত গরম পড়ায় অস্বস্তি বেড়ে গেছে। হঠাৎ করে কেন বাড়লো গরম? নাসার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। শুরু হওয়ার সাথে সাথে সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে।

{link}

প্রতিবছরই এমন একটা সময় থাকে যে সময় গরম সর্বোচ্চ সীমায় পৌঁছায়। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে , প্রথম ৯ দিন অতিরিক্ত গরম পড়ে, এই নয় দিনের  গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে।

{link}

এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই  নওতাপ শুরু হবে ২৫ মে থেকে চলবে ২ জুন পর্যন্ত। প্রচন্ড গরম থেকে বাঁচতে চিকিৎসকরা জানিয়েছেন বেশি পরিমাণে জল খেতে হবে, তেল ঝাল মসলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। হালকা খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া ঢিলেঢালা জামাকাপড় পড়বার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ জরুরী না থাকলে প্রচন্ড রোদের মধ্যে বাইরে না বেরোনই ভালো।

{ads}

News Breaking News Summer Weather Weather Update West Bengal Sun Earth Rohini Nakshatra Nawtap Doctors Kolkata District Weather Report সংবাদ

Last Updated :