শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। জল শুকনো শুরু করেছে। সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আপাতত আরও দু’দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। সবমিলিয়ে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দেখুন আজকের আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর বলছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই।
{link}
রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। পাশাপাশি বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবারই ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের দিনও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হবে না কোথাও। যদিও বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে ফের। আগামী সপ্তাহের শুরুর দিকে নিম্নচাপ নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
{link}
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সপ্তাহে। উইকেণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস শহরে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে।
{ads}