শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার আলোপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির হবে।
{link}
বৃষ্টির সঙ্গে প্রচন্ড বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কবে থেকে আবহাওয়ার উন্নতি? জানুন পূর্বাভাস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়ায়।
{link}
পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।অন্যদিকে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই। জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। দার্জিলিং এবং সিকিমে হালকা তুষারপাতও হতে পারে।
{ads}