শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শুরু হয়েগেছে রথযাত্রা উৎসব। চারিদিকে উৎসবের মেজাজ। এর মধ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও চলবে একাধিক জেলায়। আজ রথের দিন কোন কোন জেলা ভিজবে?
{link}
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সমস্ত জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল শনিবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত। শুক্রবার পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা। এরপর শনিবার কিছুটা কমতে পারে বৃষ্টি।
{link}
ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।অন্যদিকে রথের দিন উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারী বৃষ্টি হবে না। কোথাও কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী দু’দিনে। শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
{ads}