header banner

ক্রিস্টমাসের আগে কি কলকাতা দেখবে সিমলা ?

article banner

খুবই তাড়াতাড়ি শীত তাঁর তীব্রতা ছড়িয়ে পড়েছে ভালোবাসার শহরে । নভেম্বরের শুরুতেই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামল। রবি-সোমবার নাগাদ আরো নামবে কলকাতার তাপমাত্রা। আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।{ads}
গত তিন দিনে ৫ ডিগ্রির বেশি নামল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ও তাপমাত্রা নেমেছে অনেকটাই। রাজ্যজুড়ে এই শীতের আমেজ সকালে।
বিহার ,উড়িষ্যা ও বাংলায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আগামী দুই থেকে তিন দিনে।মধ্য ভারতে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বেশ কিছুটা নামবে বলে অনুমান আবহবিদদের। দক্ষিণ ভারতে বৃষ্টি অব্যাহত। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এবং কর্ণাটক উপকূলে নিম্নচাপ অক্ষরেখার জোরে বৃষ্টি তামিলনাডু ,কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরিতে।
 

Winter Christmas Kolkata Low Temperature rain

Last Updated :