header banner

দ্বীপের পূর্ণতার আশা শৈত প্রভাবে……………

article banner

দীপাবলির আগেই শীতের প্রভাব যথেষ্ট প্রকট , বিশেষত রাতের দিকে তাপমাত্রা খুবই দ্রুত গতিতে নিচে নামছে ।গত দুইদিনে প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা হ্রাস হয়েছে , কলকাতায় রাতের দিকে ঠাণ্ডা বাতাস বইছে ।আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
সকালের দিকে শীতের আমেজ রয়েছে কিন্ত বেলা বাড়তে বাড়তে ঠাণ্ডা প্রভাব ম্লিন হয়ে গরম প্রভাব আবার বাড়ছে । বাতাসে জলীয় বস্পের প্রভাব এখনো রয়েছে , সপ্তাহের শেষ দিকে শীতের প্রভাব বাড়তে পারে এবং তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ও কর্ণাটক উপকূলে একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে তামিলনাডু ,কেরালা্ ও  দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৪/৫ দিন বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ভারত ছাড়া উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড ,মিজোরাম্, মনিপুর, ত্রিপুরাতে বিক্ষিপ্ত  বৃষ্টি হতে পারে । উত্তর-পশ্চিম ভারত ,মধ্য ও পূর্ব ভারতে আগামী দু-তিন দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা।
{ads}

Winter Diwali Cold Breeze West Bengal rain weather

Last Updated :