header banner

নভেম্বরের শুরুতেই আগমন শীতের

article banner

অবশেষে আগমন শীতের , নভেম্বরের শুরুতেই শহরে আবির্ভূত শীতল বাতাসের এবং এই আগমনেই একেবারে কমে গেল ২ ডিগ্রি তাপমাত্রা।পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা।কলকাতায় আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রির বেশি নেমে গেল। গতকাল কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রী। সেই তাপমাত্রা একদিনে নেমে ২২.৪ ডিগ্রিতে।শৈত্যপ্রবাহ বইতে পারে আগামী ৪৮ ঘণ্টায় রাজধানী দিল্লি, হরিয়ানা ,পাঞ্জাব এবং উত্তর রাজস্থানে।আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্প্, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড,মিজোরাম,মনিপুর,ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টির আসাম মেঘালয় এ। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্প ঢুকে এই বৃষ্টিপাত। আগামী ২৪ ঘন্টা পর থেকে অবশ্য উত্তরবঙ্গের শীতের আমেজ শুরু হবে কমবে রাতের তাপমাত্রা।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া সক্রিয় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু কেরালা শহর সংলগ্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা।
{ads}

Winter November Rain Wind Kolkata Temperature decreasing

Last Updated :