শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এ বছরের মতো শীত বিদায় নিতে চলেছে। বুধবার বিকেল থেকেই প্রবেশ করছে দক্ষিনি গরম বাতাস। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আর দুএক দিন ঠান্ডার আমাজ কিছুটা থাকলেই শীতের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সরস্বতী পুজোতেও মালুম হবে না ঠান্ডা। পুজো মিটতেই রাজ্য জুড়ে আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বদল। আলীপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীত বিদায় নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই রাজ্যের (South Bengal Weather) তাপমাত্রা সামান্য কমলেও কনকনে ঠান্ডা আর পড়বে না।
{link}
দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও বাড়তে থাকবে বলেই অনুমান করছেন আলীপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। পয়লা ফেব্রুয়ারিতেই উত্তর-পশ্চিম ভারতে আসছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে আবার তাল কাটতে চলেছে শীতের। আবহাওয়ার এই বিরাট বদলের মাঝেই ঘন কুয়াশার দাপট থাকবে বাংলা জুড়ে। সরস্বতী পুজার দিনেও তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে পারে বলেই আভাস মিলছে। স্বাভাবিকের তুলনায় শীতের পারদ ৩ থেকে ৫ ডিগ্রি উপরে থাকতে পারে।
{link}
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃহস্পতিবার থেকে দাপট বাড়বে কুয়াশার। ঘন কুয়াশার চাদরে মুড়ি দিতে চলেছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। কুয়াশার জেরে এই জেলাগুলির দৃশ্যমানতা অনেকটাই কমে আসবে।অন্যদিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। উত্তরের ৫ জেলার কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। কনকনে ঠান্ডার মধ্যেই কুয়াশার ঘনঘটায় মুড়তে চলেছে শৈল শহর দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা।
{ads}