শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতার শীত যেন নতুন এক অধ্যায় লিখে ফেলল। জানুয়ারির মাঝামাঝিতেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১০ ডিগ্রির ঘরে—যা কার্যত অভূতপূর্ব। মঙ্গলবার ভোরে কলকাতায় রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, জানুয়ারি মাসে যা সর্বনিম্ন তাপমাত্রার সর্বকালীন রেকর্ড। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই ঠান্ডার দাপট এখানেই থামছে না—আগামী ২৪–৪৮ ঘণ্টায় পারদ আরও নামতে পারে। শহরের পাশাপাশি শহরতলি ও সংলগ্ন এলাকাগুলিতেও মঙ্গলবার ভোরে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার খবর মিলেছে। ভোরের দিকে কলকাতায় হালকা কুয়াশার চাদর দেখা গেলেও, আশপাশের জেলাগুলিতে সোমবার রাত থেকেই ঘন কুয়াশা জমতে শুরু করে।
{link}
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে জানুয়ারি মাসে মাত্র একবারই কলকাতার পারদ ১১ ডিগ্রির নিচে নেমেছিল। ২০২৩ সালের জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। আরও পুরনো নথি বলছে, ২০১২ সালের ডিসেম্বর একবার কলকাতায় পারদ ১০ ডিগ্রিতে নেমেছিল, আর ১৯৬৫ সালের ডিসেম্বরে শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল রীতিমতো চমকপ্রদ ৭.২ ডিগ্রিতে। আলিপুর সূত্রে খবর, চলতি সপ্তাহে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, বিশেষত বুধবার ও বৃহস্পতিবার। এরপর ৪–৫ দিন তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও, দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকতে পারে।
{ads}