শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গ থেকে সেই কনকনে ঠান্ডা কিছুটা হলেও বিদায় নিয়েছে। এখন বেশ মনোরম পরিবেশ। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। সকালের দিকে ভালো কুয়াশা থাকবে। দুই বঙ্গেই কুয়াশার জন্য দৃশ্যমনতা অনেকটা কমে যাবে।
{link}
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এই সপ্তাহে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই। আজ ও আগামিকাল তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর টানা তিন দিন তাপমাত্রা প্রায় একই থাকবে। বড় কোনও পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে আবার ঠান্ডা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই কুয়াশা দেখা যাবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও বীরভূমে কুয়াশা থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে এই তাপমাত্রা ছিল রেকর্ড। শীতের আমেজ ছিল জোরালো। তবে আজকের তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে (North Bengal Weather) উল্টো ছবি। সেখানে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। তবে এরপর আর বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে। আগামিকালও দার্জিলিঙে বৃষ্টি হতে পারে।
{ads}