header banner

Weather: শহর থেকে বিদায় নিচ্ছে শীত! সকালে সামান্য কুয়াশা, মনোরম পরিবেশ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সেই প্রবল শীত বোধহয় এবার বিদায় নিল। মাঘমাস এগিয়ে চলেছে, তাপমাত্রা অল্প হলেও বাড়ছে। পরিবেশ খুবই মনোরম। সকালের দিকে বেশ কুয়াশা। দৃশ্যমানতা অনেকটাই কম।

{link}

  আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, সোমবার থেকে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সমস্ত জেলায় বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই তাপমাত্রা থাকার পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে আজ থেকে।
আপাতত সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রা বাড়ছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। নতুন করে আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে, এসবের জেরে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা বাড়ছে। কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। সকালের দিকে কুয়াশা বেশি থাকবে।

{link}

  অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। গত কয়েকদিনে পারদ চড়লেও উত্তরে শীতের আমেজ রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। সতর্কতা রয়েছে।

{ads}

Weather News Weather Update Bengali News Winter Winter Mornings West Bengal West Bengal Weather সংবাদ আবহাওয়া খবর শীতকাল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article