শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এখন বাংলার অধিকাংশ জেলায় অদ্ভুত আবহাওয়া। কোথাও কোথাও কোকিলের ডাকও শুরু হয়েছে। শীতের ফিরে আসার কোনো সম্ভাবনা আর নেই। তবে এখনও শীতের শেষ আমেজ কিছুটা বজায় আছে। শুক্রবার আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
{link}
কোথাও বৃষ্টি হবে না। কয়েক জেলায় আকাশ সামান্য মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। আর মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪° সেলসিয়াস বাড়তে পারে। আজ ২৮ তারিখ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি, সর্বোচ্চ ৩১ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
{link}
১ এবং ২ মার্চ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৩২ এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।অন্যদিকে আজ ২৮ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। কোথাও সেভাবে ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।
{ads}