শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ফাল্গুনের প্রথমেই একটা বৃষ্টির সম্ভাবনা আছে। শীত এবারের মতো বিদায় নিচ্ছে। বৃষ্টির জন্য আবার একটু ঠান্ডা আসতে পারে। মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর জেরে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। তা উত্তর-পশ্চিমের শীতল বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চলতি সপ্তাহে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রাও।
{link}
গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে অনেকটা বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও আগামীকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। বুধবার থেকে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ১৯ ফেব্রুয়ারি বুধবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, কলকাতা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন বৃষ্টি হতে পারে।
{link}
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির অধিক সম্ভাবনা। অন্যদিকে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal Weather)। বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায়। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে ২-৩ ডিগ্রি মত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস উত্তরবঙ্গে।
{ads}