header banner

Weather Update: বর্ষবরণেও কাঁপুনি, শীতের ঝোড়ো ইনিংস চলছেই! কবে বদলাবে আবহাওয়া?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা খানিকটা বাড়ায় শীতপ্রেমীদের মনে প্রশ্ন—শীতের দাপট কি তবে কমতে শুরু করেছে? কম্বল-সোয়েটারে মোড়া বঙ্গবাসীর কৌতূহল, বর্ষবরণের রাতে কি জাঁকিয়ে ঠান্ডা থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বছরের শেষ তিন দিন শীতের ইনিংস চললেও পারদ ওঠানামা করবে, তবে নতুন বছরের শুরু থেকেই ধীরে ধীরে বদল আসতে পারে আবহাওয়ার মেজাজে।

{link}

৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে—এই মরশুমের শীতলতম দিন। তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রির ঘরে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। তবে আগামী সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পারদ ২–৩ ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে।

{link}

উত্তরবঙ্গে শীতের দাপট আরও তীব্র। গোটা সপ্তাহ জুড়েই তাপমাত্রার বিশেষ হেরফের নেই। বরং দার্জিলিঙে নতুন বছরের প্রথম দিনেই তুষারপাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আগামী ২–৩ দিন ভোরের দিকে ঘন কুয়াশার জন্য দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি রয়েছে, কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। হালকা বৃষ্টির পূর্বাভাসও থাকায় পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য এই মুহূর্তে সত্যিই ‘পোয়াবারো’ পরিস্থিতি।

{ads}

New Year Winter Season Winter Season Update Winter Days Bengali News Winter Weather News সংবাদ শীতকাল কলকাতা আবহাওয়া খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article