শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গে শীত এসে আবার বিদায় নিলো। ফলে শীতপ্রেমীরা শীতকে সেবাবে এনজয় করতে পারছেন না। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে শীত মোটেই বিদায় নেয় নি। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। উল্টে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
{link}
অন্তত বড়দিনের আগে কনকনে ঠান্ডা পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী সাতদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। হাওয়া অফিসের পূর্বাভাস মতো ২৫ ডিসেম্বরের আগে হাড় কাঁপানো শীত পড়বে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত তাপমাত্রা নতুন করে নামবে না দক্ষিণবঙ্গে। তাপমাত্রা না কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। সকালে হালকা কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই কোথাও। বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মূলত দিনভর পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে না। সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গে শীতের দাপট থাকলেও তাপমাত্রা খানিকটা বেড়েছে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ওপরের দিকের ৫ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে ও রাতের দিকে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কিছুটা নেমে যেতে পারে। তবে সতর্কতা নেই আপাতত।
{ads}