header banner

Weather News: শীতের দাপটে কাবু সাধারণ মানুষ! আপাতত চলবে ঠান্ডার দাপুটে ইনিংস

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ - সারা রাজ্য শীতের দাপটে কাবু। শীতপ্রেমীরা অবশ্যই এই শীতকে খুব এনজয়  করছেন। মাঠে ময়দানে পিকনিক পার্টির ভিড় বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে,আপাতত কলকাতা-সহ গোটা রাজ্যজুড়েই আপাতত শীতের দাপট বজায় থাকছে।

{link}

জম্পেশ ঠান্ডা পড়েছে রাজ্যে। উত্তুরে হাওয়ার দাপটে দিনের বেলাতেও কাঁপুনি দিতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর বলছে, মোটের উপর আগামী ৪–৫ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাজ্যের জেলাগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হবে এ সপ্তাহে। তবে আগামী ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা খানিক বাড়লেও শীতের যে দাপট তা কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ বর্ষবরণেও শীতে জবুথুবু। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। একাধিক জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপমাত্রার নিরিখে উত্তরকেও টেক্কা দিচ্ছে কখনও। উত্তরবঙ্গে কাবু করছে শীত। বাইরে বেরোনোর জো নেই। উত্তরবঙ্গে আগামী ৫–৬ দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে ঘন কুয়াশার কারণে সকালের দিকে তাপমাত্রা আরও কম অনুভূত হবে। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমেছে ৪-৬ ডিগ্রিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ার পার্বত্য এলাকাকেও টেক্কা দিচ্ছে শীতের দৌড়ে। সমস্ত জেলাতেই ঘন কুয়াশার জেরে জারি রয়েছে সতর্কতা।আগামী সাতদিন আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। দৃশ্যমানতা নেমে যেতে পারে জায়গায় জায়গায়। তবে ঘন সতর্কতা জারি নেই।

{link}

 অন্যদিকে উত্তরবঙ্গে কাবু করছে শীত। বাইরে বেরোনোর জো নেই। উত্তরবঙ্গে আগামী ৫–৬ দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে ঘন কুয়াশার কারণে সকালের দিকে তাপমাত্রা আরও কম অনুভূত হবে। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমেছে ৪-৬ ডিগ্রিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ার পার্বত্য এলাকাকেও টেক্কা দিচ্ছে শীতের দৌড়ে। সমস্ত জেলাতেই ঘন কুয়াশার জেরে জারি রয়েছে সতর্কতা।

{ads}

Weather News Today Weather Update Bengali News Winter Winter Season Winter Mornings সংবাদ শীত আবহাওয়া

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article