শীত আসছে আর যাচ্ছে। সকালের দিকে বেশ কুয়াশা। তাপমাত্রারার কিছুটা পথ হয়েছে। এর মধ্যে বঙ্গোপসাগরে উপস্থিত নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে জাঁকিয়ে শীতের জন্যে আরও কিছুদিনের অপেক্ষা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অতি নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ২৪ ঘণ্টায়। তবে দু’দিন পর থেকে তাপমাত্রা বাড়বে ফের।
{link}
অধিকাংশ জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। তবে বেলা বাড়তে কুয়াশা কাটিয়ে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। সপ্তাহান্তে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত শীত একটু দূরে। বা ডিসেম্বরের শুরুতেই উত্তর–পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে রাজ্যে। হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ জমবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাতে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এই মুহূর্তে। সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে কিছুটা।
{ads}