header banner

নিম্নচাপের জের,অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রাজ্যে

article banner

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিন কলকাতা সহ পশ্চিমবঙ্গের  বেশ কয়েকটি  নিচু এলাকা এবং রাস্তা  জলমগ্ন  হয়েছে । আবহাওয়া বিভাগ আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

 
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলকাতার দক্ষিণ অংশে উত্তরের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে  কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোড, লাউডন স্ট্রিট, সাউদার্ন অ্যাভিনিউ ,কসবা, এবং টলিগঞ্জ সহ হাওড়ার বিভিন্ন  জায়গাগুলিতে  যানচলাচলের সাথে সাথে দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। 

{link}
বাংলাদেশের উপকুল ও সেই  সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকুলের উপর রয়েছে এই ঘুর্নাবর্ত ,জানিয়েছে আবহাওয়া দফতর। সংশ্লিষ্ট ঘূর্ণিঝড় উপরের ট্রপোস্ফেরিক স্তর পর্যন্ত প্রসারিত। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটি পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং বিহার জুড়ে পশ্চিমদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।  আজ থেকে  আগামিকাল পর্যন্ত দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার দপ্তর সুত্রের খবর।


উল্লেখযোগ্য বিশয়গুলি একবার দেখে নেওয়া যাক এক নজরে 


ভারী বৃষ্টিপাতের সতর্কতা: ২৯.০৭.২০২১ (লাল সতর্কতা) : উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের (>২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।


  (কমলা সতর্কতা): কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (০৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে।


  (হলুদ সতর্কীকরণ): দক্ষিণ বঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভুম জেলায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে।


 ৩০.০৭.২০২১ (কমলা সতর্কতা): ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (০৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে।  (হলুদ সতর্কীকরণ) দক্ষিণ বঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। 


বাতাসের সতর্কতা (হলুদ সতর্কতা): দক্ষিণ বাংলার কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
{ads}

weather rain low pressure traffic jam water logging Kolkata weather daily life disruption West Bengal Howrah

Last Updated :