header banner

বৃষ্টিতেই ভিজবে বাঙালির সাধের দুর্গা পুজো

বারো মাসের তের পার্বণের সেরা পার্বণ দুর্গোৎসব , যে পার্বণ কে ঘিরে বাঙালির থাকে আবেগ উন্মাদনা। করোনার প্রকট তেজ ২০২০ সালের পুজো ফিকে অনেকটাই করে দিয়েছে , তাঁর ওপর আরও এক নতুন সমস্যা সামান্য আশাকেও মাটি করে দিতে চলেছে তা হল বৃষ্টি।বাঙালি যখন দশভুজা , শক্তিদায়িনী মায়ের শ্রী চরণ যুগলের আশীর্বাদে একটু শিরদাঁড়াটা সজা করে তাঁর আবাহনের ব্রতী হতে চাইছে তখনই বৃষ্টির ভ্রুকুটি।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষা যায়নি বাংলা থেকে, বৃষ্টি পুজোর অশনি সংকেত হয়ে উঠতে পারে।।মাঝে মাঝেই নিম্নচাপের সৃষ্টি হচ্ছে তার ফলেই। আগামী ১৯ শে অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এর উপর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা রয়েছে।যার পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে ।যার ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পূজার মধ্যেও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।তবে বৃষ্টির সময়কালকে দুই ভাগে ভাগ করেছে আবহাওয়া দপ্তর একটি প্রাক পুজো অন্যটি পুজো চলাকালীন বৃষ্টিপাত ।১৬ থেকে ২০ তারিখ অবধি প্রাক পুজো বৃষ্টিপাতের সময় ।এই সময়  উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।২১ থেকে ২৬ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ।অন্যদিকে ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত  দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর , যে যে জায়গাগুলি বিক্ষিপ্ত হয়েছে সেই জায়গা গুলি ভারী বৃষ্টির সম্ভাবনা ।তবে পূজা চলাকালীন মূলত ২২,২৩,২৪ তারিখ কলকাতায় ও দক্ষিনবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগাম সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস।অর্থাৎ পুজোর প্রধান দিনগুলি যথাক্রমে মহাষষ্ঠী , মহাসপ্তমী  ও মহাষ্টমী তিনদিনই বৃষ্টির অশনি সংকেত কলকাতায়।  মধ্য  বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের  অভিমুখ উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে দিকে। কিন্ত তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ তথা কলকাতার ওপর।

 

rain kolkata durgapuja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 traditional puja food covid19 non-vgetable independence freedom fighter news media religi

Last Updated :