header banner

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা

article banner

 সায়নী মণ্ডল

 কলকাতায় আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভবনা রয়েছে।বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণে, তবে ভারী বৃষ্টির সম্ভবনা নেই ।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি গতকাল শহরের সর্বচ্চো তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি।আজ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৬%, রাজ্যে বাতাসে জলীয় বাষ্প বেশী থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।

 বঙ্গোপ্সাগরের অতি গভীর নিম্নচাপ আজ পশ্চিম মধ্য বঙ্গোপ্সাগর থেকে অন্ধ্রপ্রদেশ স্থলভাগে ঢুকবে। সর্বচ্চো ৭৫-৮০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা।কাকিনাড়ার কাছে যখন নিম্নচাপ উপকূল স্পর্শ করবে তখন ঝোড়ো হাওয়া বইবে।এর প্রভাবে ওড়িশা সহ দক্ষিণের রাজ্যগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা।

weather temperature kolkata storm India west bengal kolkata

Last Updated :