header banner

একদিনে চার ডিগ্রী পতন তাপমাত্রার, শহরে জাঁকিয়ে শীত

article banner

শহরকে ক্রমশ আরও নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করছে শীত। একদিনে ৪ ডিগ্রী নেমে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রী। রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত। কোথাও কোথাও জাঁকিয়ে শীত পড়বে। আজ মেঘমুক্ত আকাশ কলকাতায়, সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী নিচে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী নিচে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাস্পের পরিমান ৯৪ শতাংশ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রী। গত ৪৮ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা নেমেছে প্রায় ৭ ডিগ্রী। জেলায় জেলায় আরো বেশ কিছুটা নামবে তাপমাত্রা। তবে শুক্রবার ফের তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

অন্যদিকে আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতে। বুধবার নাগাদ জম্মু-কাশ্মীর, লাদাখ সহ হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা। আরব ও বঙ্গোপসাগরে জোড়া ঘুর্ণিঝড়ের মধ্যে আরব সাগরের ঘুর্ণিঝড় আজ সোমালিয়ায় আছড়ে পড়ার সম্ভাবনা। আর দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগরের ঘুর্নিঝড় ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। বুধবার বিকেলের দিকে মহাবলীপূরমের কাছে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু উপকূলে বুধবার ঝোড়ো হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটারের বেশি হওয়ার সম্ভাবনা। প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু সহ অন্ধ্র উপকূলে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

{ads}   

weather winter Kolkata West Bengal India Warning Storm Andhra Pradesh Tamil Nadu Bay of Bengal

Last Updated :