header banner

নিম্নচাপের হাত ধরে রাজ্যে শীত!

article banner

উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ।আগামি ২৪ ঘন্টায় এই নিম্নচাপটি অবস্থান করবে বাংলাদেশ উপকূলের দিকে।সাথ দিচ্ছে ঘুর্নাবর্ত। মূলত এই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে শীত আগমনের কথা জানাচ্ছেন আবহাওয়া বিশেষঞ্জরা। যা সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।আগামি ২৪ ঘন্টায় উত্তর-পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামে।
উত্তর ও দক্ষিনবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষভাবে থাকবে আংশিক মেঘলা আকাশ, হতে পারে দু-এক পশলা বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া , মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । আগামী কাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলাদেশ সংলগ্ন জেলা গুলিতে।উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দার্জিলিং কালিম্পং সহ জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।{ads}
এই নিম্নচাপের হাত ধরেই বঙ্গে প্রবেশ ঘটছে শীতের।দুদিন পর থেকে রাতে কমবে তাপমাত্রা।তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ও মধ্য-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনের মধ্যেই রাতে কমবে তাপমাত্রা।হালকা শীতের জলীয় বাস্পপূর্ন হাওয়ার স্থান দখল করবে শুষ্ক বাতাস। দুপুরের দিকে থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।সরাসরিভাবে বলতে গেলে নভেম্বর মাসের শুরুর দিক থেকেই অবশেষে শীতের আমেজের স্বাদ উপভোগ করতে সক্ষম হবে রাজ্যের মানুষ।
সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রী।রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রী। বাতাসে সর্বোচ্চ  জলীয়বাস্পের পরিমাণ ৯৪%।
{ads}

weather winter state temperature West Bengal India

Last Updated :